উত্তর ক্যালিফোর্নিয়ায় ৭.০ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
- By Jamini Roy --
- 06 December, 2024
উত্তর ক্যালিফোর্নিয়ার উপকূলে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে ৭.০ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) এই তথ্য নিশ্চিত করেছে। ভূমিকম্পটি স্থানীয় সময় সকাল ৮টা ১২ মিনিটে অনুভূত হয় এবং এটি উপকূলীয় শহর ফার্নডেল থেকে প্রায় ৬৮ কিলোমিটার দূরে ছিল। ভূমিকম্পের প্রভাবে দক্ষিণের সান ফ্রান্সিসকো পর্যন্ত কম্পন অনুভূত হয়।
সান ফ্রান্সিসকোর বাসিন্দারা কয়েক সেকেন্ডের জন্য একটি ঘূর্ণায়মান অনুভূতি টের পেয়েছেন। এরপরে কয়েকটি ছোট ছোট আফটারশক (পরবর্তী কম্পন) হয়েছে। ক্যালিফোর্নিয়ার হামবোল্ট কাউন্টিতে ভূমিকম্পের কারণে প্রায় ১০ হাজার মানুষ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে।
ভূমিকম্পের তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। তবে জাতীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র শুরুতে সুনামি সতর্কতা জারি করলেও পরে সেটি বাতিল করে। সতর্কতা তুলে নেওয়ার আগে বাসিন্দাদের ‘বিপদজনক অঞ্চল’ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়।
ভূমিকম্পের ফলে অনেক স্থানীয় বাসিন্দা নিজেদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে সরে গেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ছবিতে কিছু এলাকায় ভবনগুলোর জানালা কাঁপতে এবং গৃহস্থালির জিনিসপত্র পড়ে থাকতে দেখা গেছে। যদিও বড় কোনো কাঠামোগত ক্ষতির খবর মেলেনি, তবে ভবিষ্যতে আফটারশকের আশঙ্কা থেকে সতর্ক থাকতে বলা হয়েছে।
ভূমিকম্পটি সক্রিয় টেকটোনিক প্লেটে অবস্থিত অঞ্চলটির ভূপ্রকৃতিগত বৈশিষ্ট্য তুলে ধরে। বিশেষজ্ঞরা বলছেন, উত্তর ক্যালিফোর্নিয়ার এই উপকূলীয় অঞ্চল ভূমিকম্পপ্রবণ হওয়ায় এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ সাধারণ। তবে এবারের ভূমিকম্পটি বেশ শক্তিশালী হওয়ায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
এই অঞ্চলের বিদ্যুৎ ও পরিবহন ব্যবস্থায় সাময়িক বিঘ্ন ঘটেছে। কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধারের জন্য দ্রুত ব্যবস্থা নিচ্ছে।